ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

একাদশ নির্বাচনে সন্ত্রাস দমনে পেশাজীবীদের এগিয়ে আসতে হবে   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৭, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম সেবা) (অপরাধ) মো. মিজানুর রহমান বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে কোনভাবেই সন্ত্রাস ও জঙ্গিবাদ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এজন্য দেশের সকল পেশাজীবীদের এগিয়ে আসতে হবে।

বুধবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

নবাবগঞ্জ থানার আয়োজনে অফিসার ইনচার্জ সুব্রত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মিথুন কুমার সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ডা. মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমান সবুজ প্রমুখ।

কেআই/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি